শিরোনাম
রাজধানীতে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪
প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১৩:৫১
রাজধানীতে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে বিরল প্রজাতির ৪৯টি তক্ষকসহ চার পাচারকারীকে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকদের মধ্যে রয়েছেন- মো. হায়দার (৫২), সাগর গাজী (২৭), মো. রুবেল (১৯) ও হারুনুর রশিদ (৪৩)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা প্রদান করা হয়।


র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এসব তথ্য জানিয়েছেন।


তিনি জানান, পর র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজীর নেতৃত্বে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার সনাতন কুমারের উপস্থিতিতে এবং ভ্রাম্যমাণ আদালতের পরিচালক র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান আটককৃত মো. হায়দার ও সাগর গাজীকে ৬ মাস করে কারাদণ্ড দেন। অপর আটক সাগর গাজীকে ২০ হাজার টাকা, হারুনুর রশিদকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।



তিনি আরো জানান, আটকরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য। তক্ষকগুলি রাঙামাটি জেলা হতে স্থানীয়দের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে। তাদেরকে রবিবার কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও উদ্ধারকৃত তক্ষকগুলি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com