
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদেরকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কামরাঙ্গীরচরের মুসলিমবাগ, ইব্রাহিম নগর বালুর মাঠ, কয়লাঘাট, করিমাবাদ ও নিজামবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৩ গ্রাম হেরোইন, ৮৪ লিটার বাংলা/চোলাই মদ ও ১৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরো জানান, সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড সম্মিলিতভাবে অভিযানে অংশ নেয়।
বিবার্তা/খলিল/কাফী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net