
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় যাত্রীর কাছ থেকে সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
এ সময় তাদের কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ১৪৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫৭ লাখ ২০ হাজার টাকা।
আটক যাত্রীদের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। শুক্রবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে মালয়েশিয়া থেকে এ কে ৭১ ফ্লাইটে ঢাকায় আসা ৬ যাত্রীর কাছ থেকে ওই ১০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ১ কেজি ১৪৪ গ্রাম। যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হওয়ার চেষ্টা করলে তাদের তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
শহিদুল ইসলাম আরো জানান, গ্রিন চ্যানেলে তল্লাশি চালিয়ে ছয় যাত্রীর কাছে বিশেষ কায়দায় জুতা ও শরীরের মধ্যে লুকায়িত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।
বিবার্তা/তৌহিদ/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net