শিরোনাম
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার দুই সন্দেহভাজন নিহত
প্রকাশ : ০৫ জুলাই ২০১৮, ০৮:৩০
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার দুই সন্দেহভাজন নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযদ্ধে’ হত্যা মামলার দুই সন্দেহভাজনব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বাড্ডা সাতারকুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন- নুরুল ইসলাম সানি (২৮) ও অমিত (৩৫)।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ কমিশনার মশিউর রহমান বলছেন, ওই দুইজনই বাড্ডায় আওয়ামী লীগের স্থানীয় নেতা ফরহাদ হোসেন হত্যার সন্দেহভাজন।


তিনি আরো বলেন, সিসিটিভি ফুটেজে ফরহাদ মার্ডারের পর লাল গেঞ্জি পরা এক যুবককে অস্ত্র হাতে পালিয়ে যেতে দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সানিই সেই যুবক। আর অমিত ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী আশিক ও আমেরিকায় পালিয়ে থাকা সন্ত্রাসী মেহেদীর সহযোগী।


১৫ জুন দুপুরে জুমার নামাজের পর উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।


বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদ বিবার্তাকে জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে বাড্ডা সাতারকুল এলাকার প্রজাপতি গার্ডেন সংলগ্ন নির্মাণাধীন ভবনের সামনে গোয়েন্দা পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। কিছুক্ষণ গোলাগুলি চলার পর এলাকাবাসীও লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়। তখন সন্ত্রাসীরা সরে যায়। পরে তল্লাশিতে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।


পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ৬টার দিকে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।


তিনি আরো জানান, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


পুলিশ আরো জানায়, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com