শিরোনাম
বাড্ডা থেকে সিদ্দিক হত্যার আসামি গ্রেফতার
প্রকাশ : ১৪ জুন ২০১৮, ১১:১৯
বাড্ডা থেকে সিদ্দিক হত্যার আসামি গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বনানীতে বহুল আলোচিত রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিক মুন্সি হত্যাকাণ্ডের আরেক হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।


রাজধানীর বাড্ডা এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন।


তিনি জানান, গ্রেফতারকৃত নূর আমিন ওরফে নূরাকে (২৭) আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।


উল্লেখ্য, গত বছর ১৪ নভেম্বর রাতে বনানীর ৪ নম্বর রোডের বি-ব্লকের ১১৩ নম্বর বাড়ির এমএস মুন্সি ওভারসিজ (রিক্রুটিং এজেন্সি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন (১৫ নভেম্বর) সন্ধ্যায় বানানী থানায় নিহতের স্ত্রী জোৎস্না বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলা দায়ের পর ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এতে চারজনের ভিডিও ফুটেজ পাওয়া যায়। তাদের মধ্যে এক গ্রেফতারকৃত নূর আমিন ওরফে নূরা বলে দাবি করেছেন এডিসি গোলাম সাকলায়েন।


তিনি জানান, নূর আমিন দীর্ঘদিন যাবৎ বাড্ডা, গুলশান, রামপুরা, এলাকায় শীর্ষ সন্ত্রাসী আরিফ, নূরী, শরীফ, পিচ্চি আলামিনের সহযোগী হিসেবে অস্ত্রবাজি, চাঁদাবাজি ও গুলি করে ত্রাস সৃষ্টি করে আসছিল।


বিবার্তা/খলিল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com