শিরোনাম
আগোরায় পঁচা মাছ-মাংস, ৫ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২৯ মে ২০১৮, ২০:২২
আগোরায় পঁচা মাছ-মাংস, ৫ লাখ টাকা জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পাঁচ মাংস বিক্রি করার দায়ে মিরপুরে আগোরা সুপার শপকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপি’র ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল রাজধানীর মিরপুর-২ এলাকায় খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।


ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত পঁচা মাছ ও মাংস রাখার দায়ে মিরপুর-২ এর আগোরাকে ৪ লাখ টাকা ও বিএসটিআই এর অনুমোদন ছাড়া সেমাই বাজারজাত করায় আরো এক লাখ টাকা করে জরিমানা করেন।


তিনি আরো জানান, একই এলাকার অন্য আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।


প্রসঙ্গত, রমজান মাসজুড়ে ডিএমপি ভেজালবিরোধী অভিযান পরিচলনা করছে।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com