শিরোনাম
২৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ২
প্রকাশ : ২৪ মে ২০১৮, ১২:৫৮
২৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ২৫ কোটি টাকার সাপের বিষসহ দুজনকে আটক করেছে র‌্যাব।


র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান সিটি মার্কেটে অভিযান চালায় র‌্যাব। এ সময় আব্দুস সামাদ (৫৫) ও জিএম জাহাঙ্গীর (৫৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ক্রিষ্টাল সাদৃশ্য কাঁচের জার, (যার মধ্যে কথিত কোবরা সাপের বিষ), একটি দেশীয় শ্যুটার গান, চার রাউন্ড গুলি, চারটি মোবাইল, পাঁচটি সোনালী রংয়ের ইমিটেশন চেইন, একটি মোটরসাইকেল ও একটি ক্যাটালগ বইসহ তাদের আটক করা হয়।



তিনি আরো জানান, উদ্ধারকৃত জারগুলোর মধ্যে একটিতে অফ-হোয়াইট রংয়ের পাউডার, একটিতে সাদা রং সদৃশ দানাদার পদার্থ এবং অপর একটিতে জাম রংয়ের তরল জাতীয় কথিত কোবরা সাপের বিষ রক্ষিত আছে।


উদ্ধারকৃত কোবরা সাপের বিষের আনুমানিক মূল্য প্রায় ২৫ কোটি টাকা জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, আটকরা পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে সাপের বিষ বিদেশ থেকে অবৈধ পথে আমদানি করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এবং অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/খলিল/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com