শিরোনাম
ব্যাংক কার্ড জালিয়াতির মূল হোতা গ্রেফতার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৮, ০৯:৫৬
ব্যাংক কার্ড জালিয়াতির মূল হোতা গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশের তদন্ত বিভাগ (সিআইডি)।


সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান বুধবার সকালে বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, গ্রেফতার হওয়া এই মূল হোতা পাঁচটি ব্যাংকের কার্ড জালিয়াতির সাথে জড়িত। তার কাছ থেকে ১ হাজার ৫০০ ক্লোন কার্ড, কার্ড তৈরির মেশিন এবং বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।


তবে ওই ব্যক্তির নাম-পরিচয় বা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি এই পুলিশ কর্মকর্তা।


তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে সিআইডির সদর দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


১০ মার্চ ক্লোন কার্ড দিয়ে ঢাকার পাঁচটি ব্যাংকের অর্ধশত গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। বিভিন্ন ব্যাংকের এটিএম ও পয়েন্ট অব সেলস (পিওএস) থেকে ওই অর্থ তুলে নেয়া হয়। পরে গ্রাহকদের অভিযোগ পেয়ে ব্যাংকগুলো নিশ্চিত হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।


বর্তমানে দেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে। আর ডেবিট কার্ড রয়েছে প্রায় ৬০ লাখ। দেশের ৫৭ ব্যাংকের মধ্যে ৩৯টি ব্যাংক কার্ড সেবা দিচ্ছে।


ব্যাংক কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে চলতি বছরের ৩০ জুনের মধ্যে সব কার্ড চিপযুক্ত করতে হবে। সব ব্যাংক এ প্রযুক্তি বাস্তবায়ন করলে কার্ড জালিয়াতি কমে আসবে।


বিবার্তা/খলিল/নুর/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com