শিরোনাম
মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, নকল ওষুধ
ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২১ মার্চ ২০১৮, ১৮:৪৮
ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট, নকল ওষুধ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।


বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হাসপাতালটিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিজান পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


অভিযান চালানোর সময় স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


সারওয়ার আলম বলেন, মূলত তিনটি কারণে এই হাসপাতালকে জরিমানা করা হয়। তাদের ল্যাবে বিভিন্ন পরীক্ষায় ব্যবহারের জন্য রাখা রি-এজেন্ট মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে। যেসব ওষুধ পাওয়া গেছে সেগুলো নকল ও ভেজাল। এসব ওষুধ যাদের মাধ্যমে আনা হয় তাদের কোনো দোকান কিংবা প্রতিষ্ঠান নেই। বাইরে থেকে বিশেষ করে ভারত থেকে লোকমাধ্যম মেয়াদোত্তীর্ণ ওষুধ এনে তাতে নতুন করে সিল দেয়া হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com