শিরোনাম
বিহারী নেতা তাহেরীর সাত দিনের রিমান্ড আবেদন
প্রকাশ : ১৮ মার্চ ২০১৮, ১৭:৪৮
বিহারী নেতা  তাহেরীর সাত দিনের রিমান্ড আবেদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে শনিবার রাতে অভিযান চালিয়ে তাহের আহমেদ তাহেরী ওরফে মো. টিপু তাহেরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তাহেরী বিহারী ক্যাম্পের একজন নেতা বলে জানা গেছে।


এদিকে তাহেরীর স্বজনরা অভিযোগ করেছেন, তাহেরী দীর্ঘদিন থেকে তরুণ-যুবকদের নিয়ে মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে মাদকের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি ইতোমেধ্যে মাদকবিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন। তাই স্থানীয় মাদক ব্যবসায়ীদের ইন্ধনে তাকে গ্রেফতার করা হয়েছে।


এ ব্যাপারে জানতে রবিবার বিকাল সোয়া ৩টার দিকে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীরের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করে বলেন, তার (টিপু তাহেরী) বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সে মাদক ব্যবসাসহ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এছড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।


তিনি আরো বলেন, সাত দিনের রিমান্ড আবেদন করে রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/খলিল/হুমায়ুন/মৌসুমী


>>মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে পুলিশের অভিযান, আটক ১

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com