শিরোনাম
ব্যাংক পরীক্ষায় ডিজিটাল চুরির অভিযোগে আটক ৫
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৮:৫৬
ব্যাংক পরীক্ষায় ডিজিটাল চুরির অভিযোগে আটক ৫
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষায় 'ডিজিটাল চুরি'র অভিযোগে ৫ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর দুটি কেন্দ্র থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।


এ খবরটি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক জানায়, এদিন অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মোট ৬ হাজার ১২৮ জন প্রার্থী অংশ নেন। এসময় তিতুমীর কলেজ কেন্দ্র থেকে ২ জন ও তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে ৩ জনকে ডিজিটাল ডিভাইসসহ হাতেনাতে ধরা হয়।


জানা যায়, এ পরীক্ষার আয়োজক ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। আটককৃত ওই ৫ জনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ারটি এখন তাদের।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com