শিরোনাম
‘ধর্ষক’ রুবেলের পলায়ন : দুই পুলিশ বরখাস্ত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ১৮:৫৯
‘ধর্ষক’ রুবেলের পলায়ন : দুই পুলিশ বরখাস্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাড্ডায় গারো তরুণী ধর্ষণের প্রধান অভিযুক্ত রাফসান হোসেন রুবেলের আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।


বরখাস্তকৃতরা হলেন রাজধানীর বাড্ডা থানার উপ-পরিদর্শক এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দার। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।


রবিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের প্রধান অভিযুক্ত রাফসান হোসেন রুবেল আদালত থেকে পালিয়ে যায়। এ কারণে বাড্ডা থানার এসআই এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


প্রসঙ্গত, গারো তরুণী ধর্ষণের অভিযোগে আটক রাফসান হোসেন রুবেলকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দার রবিবার সকালে আদালতে নিয়ে যান।


তদন্তকারী কর্মকর্তা আসামিকে ম্যাজিস্ট্রেটের সামনে নিতে চাইলে ম্যাজিস্ট্রেট তাকে একটু পরে আনতে বলেন। তাকে পাশের কক্ষে রাখা হলে সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায় রুবেল।


বিবার্তা/ খলিল/মনোজ


>>আদালত থেকে পালিয়েছে ‘ধর্ষক’ রুবেল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com