শিরোনাম
বোমা প্রস্তুতকারী সেই মামুন গ্রেফতার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৮, ১২:৫৯
বোমা প্রস্তুতকারী সেই মামুন গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরায়হাউজ বিল্ডিং এলাকা থেকে সেই জঙ্গি মামুনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মামুন গত ১৫ আগস্ট’ পান্থপথে হামলা চেষ্টার ঘটনায় বোমা প্রস্তুতকারী ও ওই ঘটনার পরিকল্পনাকারীদের একজন বলে জানিয়েছে পুলিশ।


সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিশেন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী জানান, গত রাত সাড়ে সাতটার দিকে উত্তরায় ৭ নং সেক্টরের হাউস বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও বগুড়া জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


তিনি আরো জানান, মামুন নব্য জেএমবি’র শীর্ষস্থানীয় নেতা ও শুরা সদস্য। সে জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ, বিষ্ফোরক তৈরি, প্রশিক্ষণ দেয়া ও নাশকতামূলক হামলার পরিকল্পনা ইত্যাদি দায়িত্বে নিয়োজিত ছিল। গত ১৫ আগস্ট পান্থপথে শোক দিবসের র‌্যালিতে হামলার উদ্দেশ্যে প্রস্তুতকৃত বোমাটি সে তৈরি করেছিল এবং পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে নিহত আত্মঘাতী হামলাকারী সাইফুলের কাছে প্রস্তুতকৃত বোমাটি নিজে গিয়ে দিয়ে আসে বলেও জিজ্ঞাসাবাদে জানায়।


রাজধানী ঢাকায় আবারও বড় ধরনের নাশকতামূলক হামলা সংঘঠনের উদ্দেশ্যে সে উত্তরায় আত্মগোপন করে অবস্থান করছিল।


বিবার্তা/খলিল/ইমদাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com