শিরোনাম
রাজধানীতে নব্য জেএমবির প্রতিষ্ঠাতাসহ গ্রেফতার ৩
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৫
রাজধানীতে নব্য জেএমবির প্রতিষ্ঠাতাসহ গ্রেফতার ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুস সামাদ ওরফে আরিফসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২০০ ডেটোনেটর উদ্ধার করা হয়।


গ্রেফতার হওয়া অপর দুজন হলেন জিয়াদুল ইসলাম ও আজিজুল ইসলাম ওরফে মেহেদী হাসান ওরফে শিশির।


পুলিশ বলছে, আবদুস সামাদের বাড়ি দিনাজপুরে। জিয়াদুল ও আজিজুলের বাড়ি চাপাইনবাবগঞ্জে।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামাদ বলেছেন, সে ২০১০ সালে জেএমবিতে যোগ দেন। ২০১৪ সালে তামিম চৌধুরীর সঙ্গে মিলে ‘জুনদ আল তাওহীদ আল খিলাফাহ’ নামক একটি দল গঠন করে। ওই দলে তামিম প্রধান ও সে সেকেন্ড ইন কমান্ড ছিলেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com