শিরোনাম
রাজধানীতে আন্তর্জাতিক পাচার চক্রের ২ সদস্য আটক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:২০
রাজধানীতে আন্তর্জাতিক পাচার চক্রের ২ সদস্য আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পুরান পল্টন থেকে বুধবার আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের দুই জন সদস্যকে আটক করেছে র‌্যাব।


আটকরা হলো- মোকলেছুর রহমান (৩৮) ও মো. জয়দুল হোসেন (৪২)।


বিষয়টি জানিয়েছেন র‌্যাবের আইন ও গণ্যমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ভূইয়া।


তিনি জানান, অভিযোগের ভিত্তিতে পুরাতন পল্টনের মের্সাস আল আরাফ ইন্টারন্যাশনাল অফিসে অভিযান চালিয়ে মোকলেছুর রহমান ও জয়দুল হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তাদের অফিস তল্লাশি করে ৩০টি পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, একটি সিপিইউ, দুটি মনিটর, একটি কি বোর্ড, একটি মাউস, পাসপোর্টের ৬০ পাতার তালিকা, দুটি ইরাকি ভিসার ফটোকপি, ৩০ পাতার বহির্গমন কার্ড, এক কপি ইমিগ্রেশন নোটিশ উদ্ধার করা হয়েছে।


তিনি আরো জানান, আটকরা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স না থাকা সত্বেও অবৈধভাবে স্থানীয় দালালদের মাধ্যমে অসহায় দরিদ্র লোকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ কাগজপত্র ও জাল ভিসার মাধ্যমে ইরাকে পাচার করে। পরে তাদের চক্রের বিদেশী সদস্যদের সহায়তায় ভিকটিমদের সেখানে আটকে রেখে মারধর, নির্যাতন এবং প্রাণনাশের ভয় দেখায়। এছাড়াও বাংলাদেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে তারা।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com