শিরোনাম
বিমানবন্দরে আনসার সদস্য খুনের ঘটনায় মামলা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৬, ২১:০৪
বিমানবন্দরে আনসার সদস্য খুনের ঘটনায় মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল বিমানবন্দরে শিহাব নামের এক যুবকের ছুরিকাঘাতে নিহত আনসার সদস্য সোহাগ আলীর খুনের ঘটনায় মামলা করা হয়েছে


সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় আশরাফুল আলম নামের এক আনসার সদস্য বাদি হয়ে মামলাটি করেন। এতে হামলাকারী শিহাবকে একমাত্র আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সোমবার রাত সাড়ে ৮টায় মামলা করার বিষয়টি বিবার্তাকে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি নূরে আজম।


সোহাগ আলীর লাশের ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রসঙ্গত, গতকাল বোববার সন্ধ্যায় শিহাব শাহজালাল বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরপাত্তা কর্মীরা তাকে বাধা দেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্য সোহাগকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে শিহাব। অন্য আনসার সদস্যরা এগিয়ে আসলেও তাদেরও আঘাত করে সে। এক পর্যায়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যদের গুলিতে আহত হন শিহাব।


বিবার্তা/ খলিল/মনোজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com