শিরোনাম
শাহজালালে ৩৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৪
শাহজালালে ৩৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫০ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার কুয়েত থেকে আসা এক বিমান যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। শুল্ক করসহ জব্দ পণ্যের মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা মো. সেলিম কুয়েত থেকে শুক্রবার সকালে কিউইউ-২৮৫ ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী ৪নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার চারটি লাগেজ খোলা হয়। লাগেজের ভেতর ৪৫০টি কার্টনে ৯০ হাজার শলাকা আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। আটককৃত সিগারেট আমেরিকার তৈরি ৩০৩ ব্র্যান্ডের।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com