শিরোনাম
ভুয়া পুলিশ সেজে গাড়ি তল্লাশি, অতঃপর...
প্রকাশ : ১৫ জুলাই ২০১৭, ১৭:৫৪
ভুয়া পুলিশ সেজে গাড়ি তল্লাশি, অতঃপর...
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বাবুবাজার ব্রিজের গোড়ায় পুলিশ বক্সের সামনে ভুয়া পুলিশ সেজে গাড়ি তল্লাশিকালে একজনকে আটক করা হয়েছে।


আটক ওই ভুয়া পুলিশের নাম হাসিবিশ শাহীদি শিশির (৩৪)। এ সময় তার কাছ থেকে একটি কালো রঙের খেলনা পিস্তল, একটি পাসপোর্ট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।


শনিবার বিকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসুফ আলী।


তিনি জানান, শুক্রবার রাত ১টার দিকে হাসিবিশ শাহীদি শিশির ও তার এক সহযোগী বাবুবাজার ব্রিজের গোড়ায় পুলিশ বক্সের সামনে চেকপোস্টের নামে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করছিল। এ সময় হাসিবিশ শাহীদি শিশির নিজেকে এসবির সহকারী পুলিশ কমিশনার পরিচয় দিয়ে দুই হাজার টাকা দাবি করে। নইলে সিএনজিটি ডাম্পিং করা হবে বলে হুমকি দেয়।


এক পর্যায়ে অটোরিকশাচালক টাকা দিতে না চাইলে তাকে মারপিট করতে শুরু করে। চালককে বাঁচাতে পথচারীরা এগিয়ে এলে সে পথচারীকেও আঘাত করে। কিন্তু ততোক্ষণে খবর পৌঁছে যায় কোতোয়ালি থানায়।


ইউসুফ আলী আরো জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভুয়া পুলিশের এক সহযোগী পালিয়ে যায়। কিন্ত হাতেনাতে ধরা পড়ে ভুয়া সহকারী পুলিশ কমিশনার পরিচয় দানকারী হাসিবিশ শাহীদি শিশির।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com