শিরোনাম
দীপার মৃত্যু রহস্য কাটছে না
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৭:৫১
দীপার মৃত্যু রহস্য কাটছে না
খলিলুর রহমান
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী দীপা রাণী নাথের মৃত্যু রহস্য এখনও কাটছে না।


গত ২১ অক্টোবর বিকেলে দীপার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার স্বামী সুব্রত চৌধুরী। দীপা আত্মহত্যা করেছে এ কথা জানিয়ে তাকে হাসপাতালে নেয়া হয়। দীপার স্বজন ও পুলিশকে এ তথ্য জানান সুব্রত চৌধুরী। তবে দীপা আত্মহত্যা করেছে, না তাকে হত্যা করা হয়েছে সেটা নিয়ে দেখা দিয়েছে নানা রহস্য। দীপা’র স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।


শুক্রবার বিকেলে কলাবাগান থানার এসআই ধাকুর দাস মালো বিবার্তাকে জানান, বৃহস্পতিবার রাতে সুব্রতকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার আগে এ ব্যাপারে কিছু বলা যাবে না। ওই রিপোর্ট পাওয়ার পর হত্যার আলামত পাওয়া গেলে অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় নেয়া হবে।


দীপার বড় বোন সুর্বণা রাণী দেবনাথ বিবার্তাকে জানান, ২০১৫ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা সমর কান্তি চৌধুরীর ছেলে সুব্রত চৌধুরীর সাথে দীপার বিয়ে হয়। প্রেম করে বিয়ে করার কারণে সুব্রতের বাবা-মা দীপাকে মেনে নিতে পারত না। প্রায় সময় তারা যৌতুক, পড়াশোনা বন্ধসহ নানা অজুহাতে দীপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। সর্বশেষ চলতি বছরের ২৩ জানুয়ারি স্বামী, শ্বশুর ও শাশুড়ির হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন দীপা।


সর্বশেষ গত ২১ অক্টোবর বিকেল ৪টা ৪৩ মিনিটে দীপা তার বাবার সাথে কথা বলেছে জানিয়ে সুর্বণা বলেন, ওই সময়ও দীপা স্বাভাবিক ছিল। কিন্তু সন্ধ্যা ৬টা ১৩ মিনিটের সময় সুব্রত আমাকে ফোন দিয়ে বলে দীপা আত্মহত্যা করেছে। দীপার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। এমন খবর পেয়ে আমি হাসপাতালে যাই।


তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমার বোন খুবই শান্ত ছিল। সে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমনকি হত্যাকারীদের বাচাঁনোর জন্য নানা ষড়যন্ত্রও শুরু হয়েছে।


এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ধাকুর দাস মালো জানান, দীপার স্বজনদের হতাশ হওয়ার কিছু নেই। অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা করার এখনো সুযোগ আছে। এছাড়াও সুব্রত যাতে পালাতে না পারে সে জন্য তাকে আটক করা হয়েছে।


বিবার্তা/ খলিল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com