শিরোনাম
শাহজালালে পরচুলা থেকে দেড় কেজি স্বর্ণ জব্দ
প্রকাশ : ২৪ মে ২০১৭, ১০:২৪
শাহজালালে পরচুলা থেকে দেড় কেজি স্বর্ণ জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. আমিনুল হক নামের এক যাত্রীর কাছ থেকে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বর্ণসহ তাকে আটক করা হয়।


বুধবার সকালে বিমানবন্দর কাস্টম হাউজের সহকারী কমিশনার এ এইচ এম আহনাসুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দ এয়ারলাইনসের ফ্লাইটে করে ঢাকায় আসেন আমিনুল। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সোনা বহনের কথা অস্বীকার করেন। দেহ তল্লাশি করেও কোনো সোনা পাওয়া যায়নি। পরে আর্চওয়েতে নিয়ে গেলে তার সঙ্গে ধাতব বস্তু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। আরও তল্লাশিতে দেখা যায়, তিনি পরচুলা পরে আছেন। আর সেখানে করে অভিনব পন্থায় সোনা পাচার করছিলেন।


কাস্টম কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা সোনার ওজন দেড় কেজি। এগুলোর বর্তমান বাজার মূল্য ৬৫ লাখ টাকা। আমিনুল হকের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে, বয়স ৪৫। আমিনুলকে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com