শিরোনাম
‘আয়নাবাজি’ পাইরেসির অভিযোগে গ্রেফতার ১
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১১:২১
‘আয়নাবাজি’ পাইরেসির অভিযোগে গ্রেফতার ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র আয়নাবাজি পাইরেসির অভিযোগে আতিকুর রহমান অভি নামে একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট। বুধবার রাত আড়াইটার দিকে বাড্ডার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। এ সময় অভির কাছ থেকে পাইরেসির কাজে ব্যবহৃত একটি সার্ভার ও দুটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়।


উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পায় অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’। মুক্তি পাওয়ার পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবিটি মুক্তির বেশ কিছুদিন পরেই পাইরেসির সম্মুখীন হয়।


পরে আয়নাবাজি সিনেমা পাইরেসি করার অভিযোগের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এর সাইবার ক্রাইম টিম বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। এছাড়া ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে পাইরেসিকারীদের বিষয়ে তথ্য দেয়ার আহ্বান জানানো হয়।


পরবর্তীতে সিটির সাইবার ক্রাইম ইউনিটের একটি দল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিকে আটক করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আতিকুর রহমান অভি বাড্ডা এলাকায় BaddaNetZone নামে ইন্টারনেটের ব্যবসা করে। তার ২০০০ গ্রাহক রয়েছে। সে নিজস্ব ডোমেইনে FTP সার্ভার ব্যবহার করে তার গ্রাহকদের বিভিন্ন নতুন পুরাতন সিনেমা Download করার সুযোগ করে দেয়।


বিবার্তা/অভি/প্লাবন/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com