শিরোনাম
মতিঝিল থানার ওসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
প্রকাশ : ২১ মে ২০১৭, ২১:০৮
মতিঝিল থানার ওসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মতিঝিল থানার ওসিওমর ফারুকসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিমের আদালতে মামলা হয়েছে।


রবিবার মামলাটি দায়ের করেন মতিঝিল থানা আওয়ামী জনতা লীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক। মামলাটি আমলে নিয়ে ২০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার। আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


অন্য আসামিরা হলেন, মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন, উপ-পরিদর্শক রকিব ও মোস্তাফিজ।


এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১০ মে মামলার বাদীকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। বাদী দিতে অসম্মতি জানালে আসামিরা তাকে মারধর করেন এবং পেন্ডিং মামলায় জড়ানোর হুমকি দেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com