শিরোনাম
জাল টাকার আস্তানায় পুলিশের অভিযান, আটক ১০
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১৪:৫১
জাল টাকার আস্তানায় পুলিশের অভিযান, আটক ১০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিভিন্ন এলাকা ও নারায়নগঞ্জের ফতুল্লায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে দিয়ে ৬৭ লাখ টাকা ও ৩ হাজার ইউএস ডলারসহ ১০জন আটক করা হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. আব্দুল বাতেন।


আটকরা হলেন, মো. রফিকুল ইসলাম(৪০), মো. জাহাঙ্গীর(৩৫), মো. নিজাম (৩৫), মো. শহিদ (২৭), মাস্টার আব্দুর রহিম (৩৭), মো. জাকির (২০), মো. মাহমুদ (৩২), মো. বাবুল হোসেন (৩০), মো. আলামিন (৪১) ও মো. আলকাস শেখ (৩২)।


তাদের মধ্যে মো. জাহাঙ্গীর, শহিদ ও নিজামকে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়িস্থ মীর হাজীরবাগ এলাকায় জাল টাকা তৈরী কারখানা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাকিদের গতকাল মঙ্গলবার বাড্ডা ও নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।


আব্দুল বাতেন জানান, জাল টাকা তৈরির মূল কারিগর রফিকুল ওরফে রফিক। তাকে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগি আব্দুর রহিম, জাকির ও মাহমুদকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৫৬ লাখ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ৪ টি ল্যাপটপ, ৭ টি প্রিন্টার, ২ টি ১ হাজার টাকার নিরাপত্তা সুতার বান্ডিল, ১ টি ৫শ’ নিরাপত্তা সুতার বান্ডিল, ৭ টি টাকা বানানোর স্ক্রিন ডাইস, ২ টি টাকা কাটার গ্লাস, গাম, স্কেল, খাম, ১ হাজার ৮শ’ টি এপসন প্রিন্টার কালির কার্টিজ, ১শ’ কৌটা প্রিন্টিং কালি, ১শ’ পিস টাকা তৈরির কাগজ, ২ কেজি জাল টাকা তৈরির পাউডার হ জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।


সংবাদ সম্মেলনে তিনি জানান, রফিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে ১৫ বছর থেকে জাল টাকার ব্যবসার সাথে জড়িত। সে এক সময় জাল টাকা মাস্টার সগীরের সহযোগি ছিল। পরবর্তীতে মাস্টার জাকির, মাস্টার বাদশা, মাস্টার মুজিবের সাথে সে ব্যবসা শুরু করে। তার তৈরি করা জাল টাকা সবচেয়ে নিখুঁত ও উন্নত মানের হওয়ায় বাজারে চাহিদা অত্যন্ত বেশী। এছাড়াও আব্দুর রহিম জাল টাকার কাগজ গুলো তৈরি করে ও কাটিং করে বলে স্বীকার করেছে।


আব্দুল বাতেন আরো জানান মঙ্গলবার গোয়েন্দা পুলিশের একটি টিম রাজধানীর বাড্ডা থানার ডিআইটি প্রজেক্টের ৪ নং রোডের একটি বাড়ির সামনে থেকে ৩ হাজার ৫শ’ জাল ইউএস ডলারসহ মো. বাবুল হোসেন, মো. আলামিন, ও মো. আলকাস শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বাকিদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।


বিবার্তা/খলিল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com