শিরোনাম
মতিঝিলে ২৭ কোটি টাকার পণ্য জব্দ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১১:৩০
মতিঝিলে ২৭ কোটি টাকার পণ্য জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মতিঝিলে ওয়্যারহাউস থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২৭ কোটি টাকার এসি, টেলিভিশন ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বুধবার সকালে মতিঝিলে নটরডেম কলেজের বিপরীতে ম্যাট ইলেকট্রো ইন্ড্রাজট্রিজে অভিযান চালিয়ে পণ্যগুলো আটক করা হয়।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, মতিঝিল এলাকায় একটি ওয়্যারহাউজে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা ২৭ কোটি টাকার নকল এসি, টেলিভিশন ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে।


তিনি আরো বলেন, কাগজপত্র পরীক্ষা করে এসব পণ্যাদি আটক করা হয়। বিকেলে এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান ওয়্যারহাউজটি পরিদর্শন করবেন। এরপরে বিস্তারিত জানানো হবে।
বিবার্তা/জেমি/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com