শিরোনাম
আব্দুর রহমানই ছিল নব্য জেএমবির প্রধান : র‌্যাব
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১৬:৫৩
আব্দুর রহমানই ছিল নব্য জেএমবির প্রধান : র‌্যাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আব্দুর রহমান। সম্প্রতি আশুলিয়ায় জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানের সময় পাঁচ তলা থেকে পড়ে নিহত হয়। অবশেষে সেই আব্দুর রহমানের আসল পরিচয় পেয়েছেন র‌্যাব সদস্যরা।


র‌্যাব জানিয়েছে, আব্দুর রহমানের আসল নাম হলো সারোয়ার জাহান। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার থুমুরিভুজা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে সে। তার মা ছালেহা বেগম। তার মা-বাবা জানিয়েছেন, আব্দুর রহমানের নাম সারোয়ার জাহান।


শুক্রবার রাজধানীর বিএসইসি ভবনে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।


তিনি জানান, আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযানকালে উদ্ধার হওয়া আলমত থেকে নব্য জেএমবির শীর্ষ নেতা সারোয়ার জাহানের নাম আব্দুর রহমান বলে জানা যায়। তবে আলামতে দেয়া ঠিকানায় খোঁজ করে দেখা যায় সেটা ভূয়া। পরবর্তীতে র‌্যাব সদস্যরা তার মা-বাবার সন্ধান পায়। আব্দুর রহমানের ছবি দেখে তারা জানান, তার নাম সারোয়ার জাহান।


আব্দুর রহমানই নব্য জেএমবির আমির জানিয়ে বেনজির বলেন, সে সারা দেশে ১৯ স্থানে জঙ্গি হামলা করেছে। সর্বশেষ গত ৮ অক্টোবর আশুলিয়ায় জঙ্গি আস্তানায় অভিযানকালে সে ৫ তলা থেকে লাফিয়ে পড়ে মারা যায়। পরে তার বাসায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা ২৯ লাখ ৯৮ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল, ২২ রাউন্ড গুলি, একটি আন্ডার ওয়াটার ক্যামেরা, ম্যাগজিন, একটি মোবাইল জ্যামার, একটি বিস্ফোরক প্যাকেট, একটি কমান্ডো ছুরি, ৪টি সাধারণ ছুরি, একটি নাইট ভিশন বাইনোকুলার ও ১৫টি জিহাদি বই উদ্ধার করা হয়।


এছাড়াও ঢাকা-সিলেট-সুনামগঞ্জসহ যেসব এলাকায় জঙ্গি হামলা হয়েছে, সেগুলোর ৫টি ম্যাপ, একটি ড্রিল মেশিন, একটি পাসপোর্ট, ২টি ড্রাইভিং লাইসেন্স, একটি ছোট ট্রান্সফরমার ও একটি ব্যাটারি উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা।


সারোয়ার ১৯৯৮ সাল থেকে জঙ্গি সংগঠন জেএমবির সাথে জড়িত জানিয়ে তিনি বলেন, সে ২০০৩ সালে জেএমবি নেতা বাংলা ভাইয়ের নেতৃত্বে জয়পুর হাটের ক্ষেতলালে মনতেজারের বাড়িতে পুলিশের সঙ্গে দাঙ্গায় জড়িত ছিল। ওই সময় পুলিশের হাতে গ্রেফতার হয়ে ৯ মাস জেলও খাটে। সেই সময় প্রায় দেড় মাসের মতো বাড়ি থেকে আত্মগোপনে চলে যায় সে। সারোয়ার একটি কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করেছে। সে উর্দু, ইংরেজি ও আরবি ভাষায় কথা বলতে পারতো বলে জানান তিনি।


সারোয়ার জাহানের একাধিক ইমেইল ও চিঠি বিশ্লেষণা করা হয়েছে জানিয়ে বেনজির আহমেদ বলেন, সেই সব ই-মেইল ও চিঠি বিশ্লিষণ করে দেখা গেছে, সে শাইখ আবু ইব্রাহিম আল হানিফ নাম ব্যবহার করে স্বাক্ষর করেছে। এছাড়াও সে নব্য জেএমবির আমির বলে পরিচয় দিত।


তিনি আরো জানান, ২০১৫ সালে ২৮ সেপ্টেম্বর ইটালিয়ান নাগরিক সিজার তালেবা হত্যা, একই বছরের ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোসি কোনিও, এর দুই দিন পর পাবনায় ঈশ্বরদীতে ফেইথ বাইবেল চার্চ অব গডের লুক সরকারকে হত্যার চেষ্টার ঘটনায় সে নেতৃত্ব দেয়।


২০১৬ সালের ২২ অক্টোবর রাজধানীর দারুস সালাম থানায় কর্মরত এএসআই ইব্রাহিম মোল্লাকে (৪০) ছুরিকাঘাতে হত্যা, এর পরদিন তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলা, ওই বছরের ১৮ অক্টোবর দিনাজপুর শহরে ইতালীয় ধর্মযাজক ড. পিয়েরো পারোলারি সামিওকে (৬৪) গুলি করে হত্যার চেষ্টা, ১৫ দিন পর চট্টগ্রামে নৌবাহিনীর ইশা খাঁ ঘাটিতে মাগরিবের নামাজের সময় এলোপাতাড়ি গুলি করে ইমামসহ তিনজনকে হত্যার ঘটনায় জড়িত ছিল সে।


এছাড়া, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারীকে (৫০) হত্যা, ২৫ মে গাইবান্ধায় ক্ষুদ্র ব্যাবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিককে (৬৮) হত্যা, ৭ জুন ঝিনাইদহ সদরে আনন্দ গোপাল গাঙ্গুলী (৭০) নামের বৃদ্ধ পুরোহিতকে গলা কেটে হত্যা, গত ১ জুলাই ঝিনাইদহে মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৬২) কুপিয়ে হত্যার ঘটনা উল্লেখযোগ্য।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com