শিরোনাম
হকার বেশে সর্বস্ব লুটে নিচ্ছে অজ্ঞান পার্টি
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৬:৪১
হকার বেশে সর্বস্ব লুটে নিচ্ছে অজ্ঞান পার্টি
ছবি : প্রতীকী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিভিন্ন স্থানে হকার সেজে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন।বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান তিনি।


তিনি জানান, অজ্ঞান পার্টির সদস্যরা মহানগরীর বিভিন্ন এলাকার বাস, সিএনজি, রেলস্টেশন ও লঞ্চঘাটে অবস্থান করে। পরে নিরীহ ও সাধারণ যাত্রীদের টার্গেট করে তাদেরকে কৌশলে বিভিন্ন প্রকার জুস, শরবত ও হালুয়ার সাথে চেতনানাশক ওষুধ মিশ্রিত খাবার খাওয়ায়। পরে ওই ব্যক্তি জ্ঞান হারালে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায়।


তিনি জানান, অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে কিংবা হকার, চা ও পান বিক্রেতা সেজে এ ধরনের প্রতারণা করে থাকে।


তিনি আরো জানান, ১৯ অক্টোবর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১৯ সদস্যকে আটক করা হয়েছে।


আটককৃতরা হলেন, মো. জামাল (৩৫), মো. সাঈদ (২৪), মো. রানা (২০), এনামুল হক এনাম (২৮), মো. আবু হোসেন (২৬), মো. আরিফ হোসেন(২৩), মো. মনা (২২), মো. আলমাজ শেখ (২৭), মো. ইমরান আলী(১৯), মো. মিলন পাটোয়ারী (২২), মো. মিলন ওরফে পটকাটা মিলন (২৬), মো. রানা (২১), মো. আলমগীর (২২), মো. সজিব (২৯), মো. রুবেল (২৪), মো. মানিক রহমান ওরফে সাজু (৩০), মো. সাকিল সিদ্দিক (২৬), মো. সুজন (২৪) ও মো. জয়নাল (২৮)।


তাদেরকে সায়েদাবাদ ও গাবতলী বাসস্ট্যান্ড, বংশাল, ভাটারাসহ কমলাপুর বিআরটিসি বাসস্ট্যান্ড ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা।


বাতেন আরো জানান, আটককৃদের কাছ থেকে ঘুমের ওষুধ মেশানো হালুয়া ও চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/খলিল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com