শিরোনাম
ভাইবোন হত্যা: মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৬:২৫
ভাইবোন হত্যা: মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বনশ্রীতে দুই সন্তানকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।


বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
এই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, আগামী ১৫ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার চার নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে।


গত ১৪ জুন পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। গত ২৯ ফেব্রুয়ারি মাহফুজা মালেকের দুই সন্তান নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) রহস্যজনক মৃত্যু হয়। ওই দিন রাতেই দুই সন্তানের বাবা আমান উল্লাহ বাদী হয়ে স্ত্রীকে একমাত্র আসামি করে রামপুরা থানায় হত্যা মামলা করেন। এরপর মাকে গ্রেফতার করা হয়। রিমান্ডে নেয়া হলে তিনি দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করেন বলে দাবি করে র্যা ব। মাহফুজা মালেক বর্তমানে কারাগারে আছেন।


বিবার্তা/মনোজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com