শিরোনাম
শাহজালালে তিন কোটি টাকার সোনা জব্দ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ২২:২৬
শাহজালালে তিন কোটি টাকার সোনা জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে।


রবিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি বিমান থেকে প্রায় ৭ কেজি ওজনের ৬০টি সোনার বার জব্দ করা হয়। আটককৃত সোনার বারের ওজন ৬ কেজি ৯৯০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।


বিকেল সোয়া ৩টার দিকে থাই এয়ারওয়েজের ইকোনমি ক্লাসের ৫২কে সিটের সিট কভারে ভেতর থেকে সোনার এ বার গুলো উদ্বার করা হয় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি সূত্র জানায়, ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকা এলেও এটি প্রথম ছেড়েছিল তাইওয়ানের তাইপে থেকে, ব্যাংককে ট্রানজিট ছিল। আটককৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে রয়েছে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com