শিরোনাম
রাজাধানীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ০৯:৪৮
রাজাধানীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কালাবাগানে ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেছা আরিফা (২৭) হত্যাকাণ্ডের প্রLfb আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফখরুল ইসলাম রবিন আরিফার প্রাক্তন স্বামী বলে জানা গেছে। তাকে শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।


এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, গত ১৫ মার্চ সকাল নয়টার দিকে কলাবাগান থানার ওয়েস্ট এন্ড স্ট্রিট রোডের ১৩/এ নম্বর বাড়ির সামনে যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার আরিফুন্নেছা আরিফার ডান কানের নিচে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে হত্যা করা হয়। গুরুতর আহত আরিফাকে প্রথমে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে মৃত্যু হয় তার।


এ ঘটনায় পরদিন ১৬ মার্চ রাত সোয়া ১০টার দিকে কলাবাগান থানায় তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেন নিহতের বড় ভাই আবদুল্লাহ আল আমীন।


কলাবাগান থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত শুরু করে আজ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ইউসুফ আলী।


বিবার্তা/খলিল/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com