শিরোনাম
ওয়ারীতে ‘সংঘর্ষে’ গুলিবিদ্ধ ১
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ২১:২৮
ওয়ারীতে ‘সংঘর্ষে’ গুলিবিদ্ধ ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ওয়ারীতে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম আসাদুজ্জামান জনি (৩৯)। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জনি ওয়ারীর জ্যোতিমহান বসাক লেন এলাকার বাসিন্দা। এঘটনায় জাপান প্রবাসী সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ। তিনি মুন্সীগঞ্জের গাজী আব্দুল মান্নান খানের ছেলে।


জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসার সামনে দাঁড়িয়ে থাকা জনির উপর ২/৩ জন সঙ্গীসহ অতর্কিত হামলা চালায় সাইদুর। এসময় সাইদুরের কাছে একটি শর্টগান ও একটি পিস্তল ছিলো বলে জানা গেছে। একপর্যায়ে সাইদুর গুলি চালালে জনির ডান পায়ের হাটুর নিচে গুলি লাগে। এসময় এলাকাবাসী সাইদুরকে ধরে গণধোলাই দেয়। পরবর্তীতে ওয়ারী থানার এএসআই তাজুল ইসলাম তাকে অস্ত্রসহ আটক করে। ঘটনার সময় আটক সাইদুর মাতাল অবস্থায় ছিলো বলেও অভিযোগ উঠেছে।


গুলিবিদ্ধ জনিকে তার মামা আবেদ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।


অপরদিকে এলাকাবাসীর গণধোলাইয়ে গুরুতর আহত সাইদুরকে রাত ৮টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।


সাইদুরের স্ত্রী শিউলি রহমানের দাবি, তার স্বামী কারো উপর হামলা চালাননি। বরং তার স্বামীর উপর অতর্কিতভাবে দুর্বৃত্তরা চড়াও হলে আত্মরক্ষার্থে তার স্বামী গুলি চালাতে বাধ্য হন। তার স্বামীর কাছে থাকা অস্ত্র লাইসেন্সপ্রাপ্ত বলেও জানান তিনি।


বিবার্তা/নানা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com