শিরোনাম
সুনামগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ইস্পাহানী গ্রেফতার
প্রকাশ : ১৯ মার্চ ২০১৭, ০৯:২৬
সুনামগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ইস্পাহানী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাসানুজ্জামান ইস্পাহানীকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব ৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) জেএম ইমরান বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার সদর থানার শিল্পকলা একাডেমি এলাকায় অভিযান চালিয়ে ইস্পাহানীকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আরফিন নগর গ্রামের আব্দুল আলীর ছেলে।


র‌্যাবের ওই কর্মকর্তা জানান, ২ মার্চ সন্ধ্যায় ইস্পাহানী সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের মল্লিকপুরের পায়েল পিউ বাস ভবনে যায়। এসময় মোয়াজ্জেমকে হত্যার উদ্দেশ্যে খোঁজাখোজি করে। উনাকে না পেয়ে বাসার কেয়ারটেকারের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে হত্যার হুমকিসহ ঘরের আসবাবপত্র ভাংচুর ও ত্রাসের রাজত্ব কায়েম করে।


তিনি আরো জানান, সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় সব সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণসহ, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের মূলহোতা ইস্পাহানী। এ সম্পর্কে বিভিন্ন সময়ে তার নামে সদর থানায় মামলা হয়েছিল। বর্তমানে বেশ কয়েকটি মামলার বিচারাধীন।


ইস্পাহানী এলাকার ত্রাস হিসেবে পরিচিত জানিয়ে র‌্যাব কর্মকর্তা জানান, তাকে আইনশৃংখলা বাহিনী বেশ কয়েকবার গ্রেফতার করেছে।


বিবার্তা/খলিল/জেমি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com