শিরোনাম
টাকার জন্যই ইডেনের সাবেক উপাধ্যক্ষকে খুন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৭:০২
টাকার জন্যই ইডেনের সাবেক উপাধ্যক্ষকে খুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টাকা লুট করার জন্যই রাজধানীর ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ আলী হোসেন মালিককে খুন করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির।


তিনি জানান, আলী হোসেন মালিককে খুন করার পর এক লাখ ৪০ হাজার টাকা লুট করে খুনিরা। ওই ঘটনায় জড়িত দুজনকে সোমবার বরিশাল জেলার গৌরনদী থেকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতাররা হলেন- মামলার এজাহারভুক্ত আসামি মো. সায়েদ ফকির সাইফুল (বাড়ির মালিকের ছেলে হায়াতউজ্জামানের কর্মচারী) ও সাইফুলের চাচাতো ভাই সুজন। পরে তাদের দেয়া তথ্য মতে মালিকের গাড়ি চালক মো. মাসুদকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারদের কাছ থেকে এক লাখ ২৭ হাজার ৮৩২ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের ওই কর্মকর্তা।


এর আগে গত ১১ অক্টোবর সকালে রাজধানীর বনানী ডিওএইচএসের ২ নম্বর রোডের ৫৩/এ বাড়ির চতুর্থতলা থেকে আলী হোসেন মালিকের (৬৮) লাশ উদ্ধার করে পুলিশ। সে সময় তার শরীরে দুই-তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছিলেন ভাষানটেক থানার ওসি নজরুল ইসলাম।


ওসি আরো জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।


বিবার্তা/খলিল/জেমি/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com