অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে দুদকের অভিযান
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ২২:৩৪
অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের বিরুদ্ধে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অবহেলা ও অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রবিবার (২৯ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।


অভিযানকালে টিমের সদস্যরা সাধারণ সেবা গ্রহীতা ও দর্শনার্থীর ছদ্মবেশে হাসপাতালের আউটডোর ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে এবং সেবা প্রার্থীদের সাথে কথা বলে। এসময় রোগীরা হাসপাতাল থেকে পর্যাপ্ত ঔষধ না পাওয়া, নার্সদের স্বেচ্ছাচারীতা ইত্যাদি অভিযোগসমূহের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।


এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান দুদক টিমের সাথে কথা বললে, তিনি সকল অভিযোগ স্বীকার করে নেন এবং দ্রুততম সময়ে সেবার মান উন্নত করার প্রতিশ্রুতি দেন।


বিবার্তা/সানজিদা/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com