বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের স্ত্রী ও দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩৪
বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের স্ত্রী ও দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নানের স্ত্রী বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশনের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান ও দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে সমন্বিত দুদক কার্যালয়ে (ঢাকা-১) মামলাটি দায়ের করেন।


গত সোমবার অনুসন্ধান কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মামলাটি অনুমোদন করে কমিশন।


মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ম্যাক্সনেট অনলাইনের স্বত্তাধিকারী মো. রইস উদ্দিনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ঋণ প্রদান করেন যা সুদাসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করেছেন।


আব্দুল মান্নানের দুই মেয়ে হলেন- তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান যারা বিআইএফসির সাবেক পরিচালকও ছিলেন।


অনুমোদিত মামলার অন্যান্য আসামিরা হলেন- ম্যাক্সনেট অনলাইনের স্বত্তাধিকারী মো. রইস উদ্দিন, বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ ও সাবেক পরিচালক এএমএম জাহাঙ্গীর আলম ও আরশাদ উল্লাহ, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ বিজনেস সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি এন্ড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন ও সাবেক সিনিয়র অফিসার কাম রিলেশনশিপ ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।


দুদকের মামলার তথ্য অনুযায়ী, আসামীগণ ২০১২ সালের মার্চ থেকে এই আত্মসাতের প্রক্রিয়া শুরু করে।


এখন পর্যন্ত মেজর মান্নানের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। এর মধ্যে গত বছরের ১৮ ডিসেম্বরে প্রায় সাড়ে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ও একই বছরের ১ ডিসেম্বর মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানার নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১৬ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দুটি মামলা দায়ের করে দুদক। এসব মামলায় তার সঙ্গে আরও ১২ জনকে আসামি করা হয়।


বিবার্তা/সানজিদা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com