শিরোনাম
ট্রলি ট্রের নিচ থেকে ২ কেজি সোনা উদ্ধার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২৬
ট্রলি ট্রের নিচ থেকে ২ কেজি সোনা উদ্ধার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগেজ বহনকারী ট্রলি ট্রের নিচ থেকে পৌনে ২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ সময় মোহাম্মদ মান্নান মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাগেজ বহনকারী ট্রলি ট্রের নিচ দিয়ে সোনা পাচারকালে তাকে আটক করা হয়।


শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, যাত্রী মোহাম্মদ মান্নান মিয়া দুবাই থেকে ওমান হয়ে বাংলাদেশ বিমানের BG122 ফ্লাইটে বেলা ১১টায় ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে তল্লাশি করা হয়। এক পর্যায়ে লাগেজ বহনকারী ট্রলির ট্রের নিচে চুম্বকের সাহায্যে লুকানো সোনার সন্ধান পায় শুল্ক গোয়েন্দা। এগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো এবং চুম্বক দিয়ে আটকানো ছিল।


উদ্ধারকৃত পাঁচটি টুকরা খুলে প্রতিটির ভেতর তিন পিস করে সর্বমোট ১৫ পিস সোনার বার পাওয়া যায়। প্রতিটির ওজন ১০ তোলা করে সর্বমোট ১৫০ তোলা। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।


আটক মোহাম্মদ মান্নান মিয়া পেশায় একজন গাড়ি চালক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ড. মইনুল খান।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com