শিরোনাম
শাহজালালে অবৈধ ওষুধসহ যাত্রী আটক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১১:৪৬
শাহজালালে অবৈধ ওষুধসহ যাত্রী আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ৬ হাজার পিস অবৈধ ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।


বৃহস্পতিবার ভোর রাতে তাকে আটক করা হয়। আটককৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক(ডিজি) ড. মঈনুল খান। তিনি বলেন, আটক যাত্রীর নাম মো. জহুরুল হক (পাসপোর্ট নং বিজে ০৭৩৫৮৫৪)। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাছানপুর কলেজ এলাকায়।


তিনি জানান, বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৭ ফ্লাইটযোগে ভোর ৪:৪৩ টায় ঢাকায় আসেন জহুরুল হক। ফ্লাইটটি শাহজালালে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগে তল্লাশি করে এসব ওষুধ শনাক্ত করা হয়। আটক ওষুধের প্যাকেটে লেখা আছ Ultracarbon Medicinal Charcoal.


আমদানি নীতি আদেশ অনুযায়ী ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন ছাড়া কোনো ওষুধ আমদানি করা যায় না। যাত্রী এই অনুমোদন দেখাতে পারেননি। জার্মানির তৈরি এসব ওষুধ প্রেসস্ক্রিপশন ছাড়া সেবন করা যায় না। ডায়রিয়া ও ফুড পয়জনিংয়ের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয় বলেও জানান তিনি।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com