
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে সাতটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতাররা হলেন- মিলন বীর ও মো. রিপন মিয়া।
শুক্রবার (২৮ জানুয়ারি) উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে তুরাগের বেড়িবাঁধ এলাকায় কিছু লোক চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও মিলন ও রিপন নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে উদ্ধার করা হয় সাতটি মোটরসাইকেল। যার কোনো বৈধ কাগজ তারা দেখাতে পারেনি।
গ্রেফতারদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]