শিরোনাম
পেটের ভেতর দেড় কেজি স্বর্ণ!
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:০০
পেটের ভেতর দেড় কেজি স্বর্ণ!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জোবায়ের আক্তার নামে এক যাত্রীর পেটের ভেতর থেকে দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্মকর্তারা। শনিবার তাকে আটক করা হয়।


ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবির বলেন, শনিবার জোবায়ের আক্তার বিজি ০৮৭ বিমানযোগে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। তার বাড়ি নড়াইল।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় চ্যালেঞ্জ করে জোবায়েরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণের বিষয়টি অস্বীকার করেন।


পরে জোবায়েরকে এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্ট দেখা যায় তার পেটে সত্যিই স্বর্ণ রয়েছে। একটি দু’টি নয়, ১৫টি চকচকে স্বর্ণ বার। ওজন ১ কেজি ৫০০ গ্রাম। যার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।


আহসানুল কবির জানান, পানি খাইয়ে ৩ ঘণ্টা চেষ্টার পর পেট থেকে বিশেষ কৌশলে স্বর্ণগুলো বের করা হয়।


জিজ্ঞাসাবাদ শেষে জোবায়েরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com