শিরোনাম
শাহজালালে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ১
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৬:০১
শাহজালালে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল। সোমবার সকালে তাকে আটক করা হয়। আটক যাত্রীর নাম ফারুক হোসেন (৩৩)।


সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ফারুক হোসেন ব্যাংকক থেকে ঢাকায় নামেন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ১৪৬২ গ্রাম সোনাসহ তাকে আটক করা হয়।


ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল বলছে, আটক হওয়া সোনার দাম ৭৫ লাখ টাকা।


ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার ও প্রিভেনটিভ দলের প্রধান এইচ এম আহসানুল কবীর সাংবাদিকদের বলেন, ফারুক হোসেন সিঙ্গাপুরে নির্মাণশ্রমিকের কাজ করেন। সোনা পাচারের কৌশল হিসেবে সিঙ্গাপুর থেকে ফ্লাইট পরিবর্তন করে ব্যাংকক হয়ে ঢাকায় আসেন তিনি। ফারুক হোসেনের পরনের জিন্‌সের প্যান্টের কোমরের অংশের ভেতরে ১৪টি সোনার বার ও ১৩টি সোনার চেইন পাওয়া যায়। তবে ফারুক নিজেকে জব্দ হওয়া সোনার বাহক হিসেবে দাবি করেন। এর মালিকের নামও তিনি জানেন না। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হবে বলে জানান আহসানুল কবীর।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com