শিরোনাম
অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের সদস্য আটক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২০, ১৬:০৭
অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের সদস্য আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে অনলাইন ব্যবসায় প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


সোমবার (২৬ অক্টোবর) মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


এসময় একটি মনিটর, একটি সিপিইউ, একটি কি-বোর্ড, একটি মাউস, ২৭টি স্মার্টফোন বিক্রয়ের শূন্য ভাউচার, ৩১টি মোবাইলের খালি বাক্স, ৩১টি ব্যক্তিগত টাকা জমার রশিদ, চারটি মোবাইল এবং ২২টি সিমকার্ড উদ্ধার করা হয়। আটক প্রতারকের নাম মানিক হোসেন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, Boom mobiles নামের একটি ফেজবুক পেজ থেকে বাজারমূল্যের চেয়ে অনেক কমমূল্যে বিভিন্ন স্মার্টফোন বিক্রির জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে আসছিলেন মানিক। গ্রাহকদের কাছ থেকে বিকাশে পণ্যের অর্ডার নিশ্চিতের পর তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠাতেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্টফোন দেয়ার পরিবর্তে কখনো সাধারণ ফিচার ফোন আবার কখনো শুধুমাত্র চার্জার সরবরাহ করা হতো। গ্রাহকরা নির্ধারিত চার্জ দিয়ে পণ্যটি গ্রহণ করার আগেই প্রতারক চক্রটি সে টাকা উঠিয়ে নিত।


মানিক হোসেন জানিয়েছেন, এ পর্যন্ত ৪০০ জনের সঙ্গে এভাবে প্রতারণা করেছেন তিনি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com