শিরোনাম
পশুরহাটে বেশি তৎপর অজ্ঞান পার্টি
প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ১৬:৫৪
পশুরহাটে বেশি তৎপর অজ্ঞান পার্টি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঈদকে সামনে রেখে বাস-লঞ্চ-ট্রেন স্টেশনসহ বেশি জনসামগমের স্থানে উপস্থিতি বেড়েছে অজ্ঞান পার্টির সদস্যদের। তবে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুরহাট কেন্দ্রিক বেশি তৎপরতা রয়েছে তাদের।


বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।


তিনি বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ওষুধ কৌশলে চা, ডাব, পানীয় বা অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে খাইয়ে সর্বস্ব লুটে নেয়। এছাড়া তারা গুল, মরিচের গুড়া বা মলম চোখে মাখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।


আবদুল বাতেন বলেন, মানুষের সমাগম স্থানে এরা তৎপর থাকলেও কোরবানির পশুরহাটকে কেন্দ্র করে তাদের তৎপরতা বেশি রয়েছে। গোয়েন্দা বিভাগ দুই-তিনদিন ধরে এদের ধরতে কাজ করেছে। আমরা আশা করছি অজ্ঞান পার্টির এ সদস্যদের গ্রেফতারে পশুরহাটে বেচাকেনা নিরাপদ হবে।


বুধবার (২৯ জুলাই) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৫৯ জন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


এসময় তাদের কাছ থেকে ২৪০ পিস চেতনানাশক ট্যাবলেট, চারটি তরল মুভ স্পে বোতল, নয়টি মলমের কৌটা, সাতটি হারবাল পেইন কিলার, পাঁচটি চাকু, গুল, নয় প্যাকেট চেতনানাশক হালুয়াসহ মরিচের গুড়া ও জামবাগ উদ্ধার করা হয়।


ডিবি জানায়, ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৫৯ জনের মধ্যে গোয়েন্দা ওয়ারী বিভাগ ১৬ জন, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ১০ জন, গোয়েন্দা মতিঝিল বিভাগ নয়জন, গোয়েন্দা রমনা বিভাগ আটজন, গোয়েন্দা লালবাগ বিভাগ আটজন ও গোয়েন্দা তেজগাঁও বিভাগ আটজনকে গ্রেফতার করে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com