শিরোনাম
ময়ূর লঞ্চের মাস্টার গ্রেফতার
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ০৯:৫৯
ময়ূর লঞ্চের মাস্টার গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে গ্রেফতার করেছে র‌্যাব। গত রাতে কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


সোমবার (১৩ জুলাই) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় বিস্তারিত তথ্য আজ দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে জানানো হবে।


এর আগে গত ২৯ জুন সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনার শিকার হলে নৌ-পুলিশের পক্ষ থেকে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। পরে ৮ জুলাই দিনগত রাত তিনটার দিকে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালামকে গ্রেফতার করে নৌ পুলিশ।


উল্লেখ্য, লঞ্চ দুর্ঘটনায় দুর্ঘটনা কবলিত এমএল মর্নিং বার্ড নামে ওই যাত্রীবাহী লঞ্চ মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ নামে আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। দুর্ঘটনায় ৩৪ জন জনের মৃত্যু হয়।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com