শিরোনাম
মুঠোফোন প্রতারক জিনের বাদশা গ্রেফতার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৫
মুঠোফোন প্রতারক জিনের বাদশা গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুঠোফোন প্রতারক জিনের বাদশা পরিচয়ধানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিআইডি কার্যালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।


গ্রেফতার হওয়া মো. জমিল হোসেন ওরফে আজিম হুজুর (৩০), ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা মৃত তৈয়ব আলী শেখের ছেলে।


সিআইডি জানায়, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে মানুষকে লোভনীয়/আকর্ষণীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে, কখনো জিনের বাদশা সেজে বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতারণা করত।


তদন্তকালে জানা যায় যে, সে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ/সৃজন করে নতুন সিম ক্রয় এবং বিকাশ অ্যাকাউন্ট খোলে। দেশের বিভিন্ন এলাকার সাধারণ হাজার হাজার মানুষকে লোভনীয়/আকর্ষনীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে, কখনো জিনের বাদশা সেজে বিকাশ অ্যাকান্টের মাধ্যমে প্রতারণা পূর্বক লাখ লাখ টাকা আত্মসাৎ করে। ওই টাকার উৎস গোপন করার জন্য আসামিদের নিকট রক্ষিত অবৈধ বিকাশ সিমে ট্রান্সফার করে দেশের বিভিন্ন এলাকার বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে ওই টাকা উত্তোলন করে।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com