শিরোনাম
তুরিন আফরোজের বিরুদ্ধে সংঘবদ্ধ জামাতি অপপ্রচার
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৯, ১৩:০৪
তুরিন আফরোজের বিরুদ্ধে সংঘবদ্ধ জামাতি অপপ্রচার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জামাতি চক্রের সংঘবদ্ধ অপপ্রচারের শিকার হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।


সম্প্রতি কিছু জামাতি পেইড এজেন্ট ও তাদের পেইজ থেকে জামালপুরের ডিসির ঘটনাকে কেন্দ্র করে একটি রিট নিয়ে মিথ্যাচারে মেতে ওঠে।


এ বিষয়ে ব্যারিস্টার তুরিন আফরোজবলেন, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ফেসবুক পোস্টটি আমার নজরে এসেছে। যা সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমার এ ধরনের কোনো রিটের সাথে সংশ্লিষ্টতা নেই।’


তুরিন আফরোজ বিবার্তাকে বলেন, ‘একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা গুজব রটাচ্ছে। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের এ গুজবে কর্ণপাত না করার অনুরোধ করছি। এ ধরনের কুচক্রী মহলের বিরুদ্ধে আমি খুব শিগগিরই আইনি পদক্ষেপ গ্রহণ করব।’


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com