শিরোনাম
জীবনের পথ কখনও দৌড়ে শেষ হয় না
প্রকাশ : ১৯ এপ্রিল ২০১৭, ০৯:৪৫
জীবনের পথ কখনও দৌড়ে শেষ হয় না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একটা জীবন। যার নিয়ন্ত্রণ ১ শতাংশ আপনার হাতে, ৯৯ শতাংশ বিশেষ কারোর হাতে। কি! ভুল বলছি তো! আপনি তো ভাই প্রমাণ করবেন উল্টাটা। নাকি! ভাগ্য গড়ে নিতে হবে, এই সেই। আরও কত কি! ভাই রে, আমার কথাই কই।


জীবনের কোন বিষয় নিয়েই তো মনযোগী ছিলাম না কখনও। তবুও জীবন যা দিয়েছে আমাকে, তার জন্য স্বস্তি না থাকলে সুখ আর কখনও আসবে না। ক্লাস নাইনে এক পরীক্ষায় অঙ্কে শূন্য পেয়েছিলাম। শূন্য আমি অনেকবারই পেয়েছি জীবনে। এ আর নতুন কি!


কিন্তু, বিষয় হল আমি কিন্তু ঠিকই এ প্লাস ঘরে তুলেছি বোর্ড পরীক্ষায়। সরকারের টাকায় পড়ে অভ্যাস। তাই একটু এরকম হয়তো! জীবনে বহু মেধাবীকে হারিয়ে যেতে দেখেছি আমি। কেন জানেন! অহঙ্কারের কারণে। জীবন আপনাকে কোথায় নিয়ে ছেড়ে দেবে ভাবতেই পারবেন না। তাই বলছি, জীবন একটা পথ। এ পথে হাঁটতে হবে। দৌড়াতে নয়। মারা পড়তে পারেন।


দৌড়ঝাপ করা মানুষ এত বেড়েছে সংখ্যায়। বড্ড ভয় হয়। জীবনের পথ কখনও দৌড়ে শেষ হয় না। একটাই জীবন, চলুন উপভোগ করি। এক জীবনের জন্য যা দরকার তা সৃষ্টিকর্তা দিয়েই পাঠিয়েছেন এ ধরণীতে।


সাজ্জাদ হৃদয়ের ব্লগ থেকে


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com