শিরোনাম
নাম দিয়ে কি সব কিছু চেনা যায়?
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৩
নাম দিয়ে কি সব কিছু চেনা যায়?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাম দিয়ে কি সব কিছু চেনা যায়? নাকি বোঝা যায়? ক্রিকেট এরিনার ১৪টি সাড়া জাগানো বইয়ের শিরোনাম দেখেও বোঝার কোনো উপায় নেই যে এগুলো নিরেট ক্রিকেট বিষয়ক। অথচ এ ১৪টি বই ক্রিকেট বিশ্বে বেশ সাড়া জাগিয়েছে।


বইগুলো হচ্ছে পার্সি ফেন্ডারের ‘কিসিং দি রড’, ড্যারেক লেন্ডলের ‘দি সান হ্যাজ গট ইটস হ্যাট অন’, ফ্রাঙ্ক কিটিংয়ের ‘এনাদার ব্লাডি ডে ইন প্যারাডাইস’ এবং ‘হাই ওয়াইড অ্যান্ড হ্যান্ডসাম’, কপিল দেবের ‘বাই গডস ডিক্রি’, ডেভিড গাওয়ারের ‘উইথ টাইম টু স্পেয়ার’, রে রবিনসনের ‘অন টপ ডাউন আন্ডার’, পিটার ওয়াইনি আর্থার টমাসের ‘গিভ মি আর্থার’, জ্যাক ফিঙ্গেলটনের ‘ফোর চুক্কাস টু অস্ট্রেলিয়া’, ডেভিড ফার্থের ‘মাই ডিয়ার ভিক্টোরিয়াস স্টুড’, রিচার্ড ক্যাশম্যানের ‘এভ এ গো ইয়ার মাগ’, পিটার রুবাকের ‘ইট নেভার রেইনস’, গ্রেহাম ইয়ালপের ‘ল্যামস টু বি স্লটার’ ও অ্যাশলি ম্যালিটের ‘রাউডি’।


জিয়াউদ্দিন সাইমুমের ব্লগ থেকে


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com